ব্যবসায় গণিত অনার্স ২য় বর্ষ সাজেশন জেনে নিন
বিবিএ অনার্স ২য় বর্ষের সবারই ব্যবসায় গণিত বিষয়টি রয়েছে। কারো কারো কাছে এই বিষয়টি এতোটাই জটিল হয়ে দাঁড়ায় যে, ফাইনাল ইয়ারে কয়েকবছর ধরে পরীক্ষা দেওয়ার পরও বিষয়টিতে পাস করতে পারে না। তাই বিষয়টির প্রতি সবারই গুরুত্ব দেওয়া উচিত।
অনেকেই বলে তাকে, ব্যবসায় গণিতে পাস করতে পারলেই অনার্স পাস৷
এই ব্যবসায় গণিত বা বিজনেস ম্যাথমেট্রিক্সে সহজে পাস করার জন্য সাজেশন দেওয়া হলো। পর্যায়ক্রমে আপনাদের মাঝে সাজেশন তুলে ধরা হবে।
ব্যবসায় গণিত বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ সকল বিভাগ সাজেশনঃ-
১.সেটের সংজ্ঞা দাও। (Give definition of set.)
উত্তর : বাস্তব ও চিন্তাজগতের কতকগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগঠিত সংগ্রহকে সেট বলে।
২.John Venn কে ছিলেন?
উত্তর : John Venn একজন ইংরেজ যুক্তিবিদ ছিলেন।
৩.জনভেন কত সালে জন্মগ্রহণ করেন? ( When Jhon Venn was born?)
উত্তর : ১৮৩৪ সালে। (1834)
৪.সেট তত্ত্বে ভিডিও বলা হয় কাকে?
উত্তর : জনভেনের ভেনচিত্রকে। (John Venn.)
৫.Venn Diagram সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উত্তর : Swiss Mathematician Euler (1707-1783)
৬.সেট তত্ত্ব আবিষ্কার করেন কে? (Who has invented set theory?)
উত্তর : George cantor. (জর্জ ক্যান্টার)
৭.ফাঁকা সেট কি? (What is empty set?)
উত্তর : যে সেটের কোনো উপাদান থাকে না; তাকে ফাঁকা সেট বলে। (The set where there is no elements is called empty set.)
৮.শক্তি সেট কি? (What is power set? )
উত্তর : কোনো সেটের সবগুলো উপসেট কে উপাদান হিসাবে নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বা সূচক সেট বলে। (A set is made of all subset as a elements is called power set.)
৯.সমান সেট কি? (What is equal set ? )
উত্তর : যদি দুটি সেটের উপাদানসমূহ সমান হয় তাকে সমান সেট বলে। (When the number of two set is equal is called equal set.)
১০.সূচক অর্থ কি? (What is the meaning of indices?)
উত্তর : Power বা শক্তি।
১১.প্রাকৃতিক লগারিদম বলতে কি বুঝ? (What i natural logarithm?
উত্তর : যদি কোন Logarithm বা Log এর ভিত্তি (base) "e" হয় তবে তাকে প্রাকৃতিক লগারিদম : বা
১২.সূচক কি? (What is Index?)
উত্তর : যদি কোনো সংখ্যা 'a' কে a দ্বারা পরপর 'n' সংখ্যক বার গুণ করা হলে, যে গুণফল পাওয়া যায়। তাকে a এর n তম ঘাত বা শক্তি বা সূচক বলা হয়।
১৩. Log2 64 এর মান কত?
উত্তর : log22" = 6log22= 6.1 = 6
১৪.am.bm = কত?
উত্তর : am.bm = (ab)m
১৫.Loga এর মান কত?
উত্তর : Log." এর মান হল 1.
১৬.সাধারণ লদারিদম সর্বপ্রথম কে আবিষ্কার করেন?। (Who invented common Logarithm at first ?)
উত্তর : হেনরি ব্রিগস (Henry briggs).
১৭."e" ভিত্তিক লগারিদমের মান কত? (What is the value of "e" base logarithm?)
উত্তর : e = 2.718281828459
১৮.সাধারণ লগারিদমের অংশক বলতে কি বুঝ? (What is Mantissa of common Logarithm?)
উত্তর : সাধারণ লগারিদমের দুটি অংশ থাকে। এ দুটি অংশের ধনাত্মক ভগ্নাংশকে সাধারণ লগারিদমের অংশক (Mantissa) বলে।
১৯.Zero এবং 1 এর logarithm কত?
উত্তর : log 0 এর মান অসংজ্ঞায়িত এবং log 1 = 0
২০.কোন ধরনের সংখ্যা লগের ভিত্তি হতে পারে না।
উত্তর : 1 লগের ভিত্তি হতে পারে না।
২১.একক সূচক বলতে কি বুঝ? (What is single index?)
উত্তর : শূন্য ব্যতীত যে-কোনো বাস্তব সংখ্যার সূচক ০(শূন্য) হলে তার মান একক বা 1 হবে।
২২.ম্যাট্রিক্স কি? (What is matrix?)
উত্তর : বিভিন্ন সংখ্যাকে দু'টি বন্ধনীর মাধ্যমে সারি ও স্তন্ধে সাজিয়ে যে আয়তকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। (A matrix is rectangular array of numbers arranged in rows and column enclosed by a pair of brackets and subject to certain rules of presentation.)
২৩. বর্গাকার ম্যাট্রিক্স কি? (What is square matrix?)
উত্তর : যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা | সমান তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। (Matrix with the same numbers or rows and column is called a square matrix.)
২৪. কে ম্যাট্রিক্স Algebra আবিষ্কার করেন?
উত্তর : ইংল্যান্ডর গণিতবিদ Arthur Cayley এবং James Joseph Sylvester Matrix Algebra আবিষ্কার করেন।
২৫. আয়তাকার ম্যাট্রিক্স কি? (What is rectangular matrix?)
উত্তর : যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। (The matrix with unequal numbers of rows and column is called rectangular matrix.)
২৬. সারি ম্যাট্রিক্স কি? (What is row matrix?)
উত্তর : যে ম্যাট্রিক্স এ কেবলমাত্র একটি সারি থাকে। তাকে সারি ম্যাট্রিক্স বলে। (A matrix having a single row is called row matrix.)
২৭.একক ম্যাট্রিক্স কি? (What is unit matrix?)
অথবা, একক ম্যাট্রিক্স এর সংজ্ঞা দাও ।
উত্তর : যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক এবং অন্যান্য উপাদানগুলো শূন্য থাকে, তাকে একক বা অভেদক ম্যাট্রিক্স বলে । (The Square matrix having same elements of main diagonal is called unit matrix.)
২৮.কর্ণ ম্যাট্রিক্স কি? (What is diagonal matrix?)
উত্তর : যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান অশূন্য এবং অন্যান্য উপাদানগুলো শূন্য থাকে, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। (The square matrix having main diagonals elements are not zero but all elements zero is called diagonal matrix.)
২৯.ম্যাট্রিক্সের সহগুণক কি?
উত্তর : কোনো ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের কো- ফ্যাক্টর বের করে গঠিত ম্যাট্রিক্সকে প্রথমটির কো- ফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স বলা হয়।
৩০.পার্শ্বচর ম্যাট্রিক্স কি? (What is trans pose matrix?)
উত্তর : কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্স বলে।
৩১.সুসম বা অপ্রতিসম ম্যাট্রিক্স কি? (What is symmetric matrix?)
উত্তর : কোনো বর্গ ম্যাট্রিক্স এর সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করা হলে যদি ম্যাট্রিক্সের শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় তাকে অপ্রতিসম ম্যাট্রিক্স বলে ।
৩২.ব্যতিক্রম বা বিশেষ ম্যাট্রিক্স কি? (What is exceptional matrix?)
উত্তর : কোনো বর্গাকার ম্যাট্রিক্সের নির্নায়কের মান শূন্য হলে তাকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে। (If the value of determinant of a square matrix is zero is called exceptional matrix.)
৩৩. পর্যায়ী ম্যাট্রিক্স কি? (What is Periodic matrix?)
উত্তর : যদি কোনো বর্গ ম্যাট্রিক্স A-এর ক্ষেত্রে Ak+1 = A হয়, তবে A-কে পর্যায়ী ম্যাট্রিক্স বলে।
এগুলো সব পূর্বের পরীক্ষার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তাই এগুলো গুরুত্ব সহকারে দেখবেন।