কিভাবে সাত কলেজ ভর্তি প্রস্তুতি নিবেন

 সাত কলেজ ভর্তি প্রস্তুতি 

সাত কলেজ

সাত কলেজের পরিচিতি

 ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার পূর্বে সাতটি কলেজ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।

 সাত কলেজে বর্তমানে অনার্স এবং মাস্টার্স পর্যায়ে মোট এক লক্ষ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী আছে।


 ঢাবি অধিভুক্ত সাতটি কলেজের নাম 

  1. ঢাকা কলেজ (ছেলেদের জন্য) 
  2. ইডেন মহিলা কলেজ (মেয়েদের জন্য)
  3. তিতুমীর কলেজ (উভয়)
  4. মিরপুর বাঙলা কলেজ (উভয়)
  5. কবি নজরুল কলেজ (উভয়)
  6. বেগম বদরুন্নেসা মহিলা কলেজ (শুধু মেয়েদের জন্য)
  7. সোহরাওয়ার্দী কলেজ (উভয়)

সাত কলেজে আবেদনের যোগ্যতাঃ- 

সাত কলেজে আলাদা ভাবে GPA প্রয়োজন নেই। SSC এবং HSC ৪র্থ বিষয়সহ GPA গণনা করা হয়।

বিজ্ঞান বিভাগের জন্য- ৭.০০

ব্যবসায় বিভাগের জন্য- ৬.৫০

মানবিক বিভাগের জন্য- ৬.০০


সাত কলেজ ওয়েবসাইট লিংক: https://7college.du.ac.bd/


বিঃদ্রঃ ঢাবি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দিয়ে থাকে। ঢাবির নিয়মগুলো সাত কলেজে পরিলক্ষিত। সাত কলেজে সেকেন্ড টাইম নেই।


বিষয়ভিত্তিক প্রশ্নঃ

 বিজ্ঞান বিভাগ (ক ইউনিট) 

  বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন,       

  গণিত, জীববিজ্ঞান চারটি বিষয় উত্তর  

  করতে হবে।


ব্যবসায় বিভাগ (গ ইউনিট)

  বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা,   

  ফিন্যান্স এন্ড ব্যাংকিং/মার্কেটিং 


মানবিক বিভাগ (খ ইউনিট)

   বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 


মানবন্টন

মোট নম্বর ১২০, GPA এর ওপর ২০ নম্বর থাকবে। ১০০ টি MCQ ১০০ নম্বর। 

কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা সময় ৬০ মিনিট। পাস মার্কস ৪০। 


বিষয়ভিত্তিক নম্বর 

বিজ্ঞান বিভাগ

 বাংলা -২৫ নম্বর

ইংরেজি -২৫ নম্বর

 পদার্থবিজ্ঞান -২৫ নম্বর

 রসায়ন -২৫ নম্বর

 গণিত -২৫ নম্বর

 জীববিজ্ঞান -২৫ নম্বর


ব্যবসায় বিভাগ

বাংলা -২০ নম্বর

 ইংরেজি -২০ নম্বর

হিসাববিজ্ঞান -২০ নম্বর

ব্যবস্থাপনা -২০ নম্বর

ফিন্যান্স এন্ড ব্যাংকিং/মার্কেটিং -২০ নম্বর


মানবিক বিভাগ

বাংলা -২৫ নম্বর

ইংরেজি -২৫ নম্বর 

সাধারণ জ্ঞান -৫০ নম্বর


সাত কলেজ আসন সংখ্যা

মোট আসন সংখ্যা- ২৬,১৬০ টি

বিজ্ঞান বিভাগের জন্য- ৬৫০০ টি আসন

ব্যবসায় বিভাগের জন্য- ৫৩১০ টি আসন 

মানবিক বিভাগের জন্য- ১৪,৩৫০ টি  আসন

নোট:- মানবিক বিভাগের বরাদ্দকৃত আসন থেকে বিজ্ঞান ও ব্যবসায় শাখার জন্য কিছু আসন বরাদ্দ থাকে। 


 মানবিক বিভাগের জন্য থাকবে- ১১,৪৮০ টি আসন (৮০%)

 বিজ্ঞান বিভাগের জন্য থাকবে- ২১৫৩ টি আসন (১৫%)

 ব্যবসায় বিভাগের জন্য থাকবে- ৭১৭ টি আসন (৫%) 


কলেজ ভিত্তিক বিষয়সমূহ ও আসন সংখ্যা

  • ঢাকা কলেজ- মোট ১৯ টি বিষয় রয়েছে, আসন সংখ্যা- ৩৫১৫ টি
  •  ইডেন মহিলা কলেজ- বিষয় সংখ্যা- ২২ টি, আসন সংখ্যা- ৪৬৮৫ টি
  •  তিতুমীর সরকারি কলেজ- বিষয় সংখ্যা- ২২ টি, আসন সংখ্যা- ৫৬৮০ টি
  •  বদরুন্নেসা মহিলা কলেজ- বিষয় সংখ্যা- ২০ টি, আসন সংখ্যা- ১৩৯৫ টি
  •  সরকারি বাঙলা কলেজ- বিষয় সংখ্যা- ১৮ টি, আসন সংখ্যা- ২৩৬০ টি
  • কবি নজরুল কলেজ- বিষয় সংখ্যা- ১৭ টি, আসন সংখ্যা- ১৮২০ টি
  • সোহরাওয়ার্দী কলেজ- বিষয় সংখ্যা- ১৭ টি, আসন সংখ্যা- ১৫৭০ টি


সাত কলেজ পড়ার খরচ

সাত কলেজ যেহেতু সরকারি কলেজ তাই এখানে পড়ার খরচ খুবই কম। সাত কলেজে পড়তে হলে একবছরে আপনাকে ১০-১২ হাজার টাকা খরচ করতে হবে। এটি শুধু কলেজ খরচ। 


সাত কলেজ প্রস্তুতি

বাংলা ১ম পত্র

বাংলা ১ম পত্রের জন্য উচ্চমাধ্যমিক বাংলা বইটি ভালোভাবে পড়বেন। সিলেবাসে যেই গদ্য এবং পদ্য রয়েছে লাইন টু লাইন পড়তে হবে। পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইন নোট করে নিবেন।

কবিতার অংশ খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। 

যেই যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ তা নিচে দেওয়া হলো।

 প্রতিটি গদ্য ও পদ্যের উৎস থেকে প্রশ্নের পরিমানটা বেশি হয়ে থাকে।

 লেখক পরিচিতি এবং কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে।

 কবিতার ছন্দ থেকে প্রশ্ন করা হয়

 কবিতার কোনো বিশেষ লাইন/সংখ্যা/ কোনো নাম/ হতে পারে ( পাখির নাম, রং, ঋতু,  মাস, কাল, ফুল, গাছের নাম ইত্যাদি) 

 শব্দার্থ থেকে প্রশ্ন আসে

 কোনো উক্তি কে বলেছে? কাকে বলেছে? কোন গল্পে বলা হয়েছে এই বিষয়গুলো মনে রাখতে হবে।


বাংলা ২য় পত্র

বাংলা ২য় পত্রের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়ে থাকে। তাই বাংলা ২য় পত্রের প্রস্তুতি খুবই ভালোভাবে নিতে হবে। 

বাংলা ২য় পত্রের জন্য নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি ভালোভাবে পড়তে হবে। 

বাংলা ব্যাকরণ বইটি শেষ করতে পারলে ৮০% কমন আসবে বলে আশা করতে পারো। 


যেই টপিকগুলো পড়তে হবে নিন্মে দেওয়া হলো।

গুরুত্বপূর্ণ টপিক সমূহঃ-

  • ধ্বনি প্রকরণ 
  •  সমাস
  • উপসর্গ
  • প্রকৃতি ও প্রত্যয়
  • যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণ
  • বানান শুদ্ধিকরণ
  • শব্দ সম্ভার
  • পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
  • সংখ্যাবাচক শব্দ
  • দ্বিরুক্ত শব্দ
  • বাক্য রূপান্তর
  • বচন
  • পদাশ্রিত নির্দেশক
  • পদ প্রকরণ
  • পদ পরিবর্তন
  • ক্রিয়ার কাল ও ভাব
  • বাক্য প্রকরণ


নোট: আপনি আরো ভালো প্রস্তুতি নিতে চাইলে বাংলার জন্য বাংলা বিচিত্রা অথবা সরোবর বইটি পড়তে পারেন।


ইংরেজি প্রথম পত্র

ইংরেজি প্রথম পত্রের জন্য, সবকয়টি সাবজেক্টের মতো আগে বিগত বছরের প্রশ্ন দেখতে হবে। তারপর উচ্চমাধ্যমিক ইংরেজি বইটির সবকয়টি গল্প কবিতা ভালোভাবে আয়ত্ত করতে হবে। 

কবিতা, কবির নাম, কবিতার লাইনগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। কোন লাইনের পর কোন লাইন আছে মনোযোগ সহকারে পড়তে হবে।

বিশেষ করে প্রথম ও শেষ লাইন থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে।

Most important- The Unforgettable History, 

Dreams- by Langston Hughes 

এছাড়াও বাকিগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। 

ইংরেজি দ্বিতীয় পত্র

ইংরেজি গ্রামের জন্য বেশ কয়েকটি বই নাম দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী একটি বই কিনতে পারেন। প্রস্তুতি ভালো নিতে চাইলে একের অধিক নিতে পারেন।

বইয়ের নামঃ- Apex /English Tutor /Adroit/ Cliffs Toefl/ Barron's Toefl


গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • Vocabulary 
  • Phrase and Idioms 
  • Group Verb
  • Appropriate Preposition 
  • Right form of Verbs
  • Narration 
  • Article
  • Tag Question 
  • Sentence 
  • Parts of Speech 


বিজ্ঞান বিভাগ সাজেশন 

গণিত:-

গণিতের জন্য মেইন বইয়ের উদাহরণ গুলো ফলো করতে হবে (ছোট অংক গুলো)। সাথে সূত্র অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সাধারণত সূত্র থেকেই ম্যাথ বেশি আসে। ভয় পাওয়ার কোনো কারণ নেই এমন ম্যাথ আসবে যা ক্যালকুলেটর ছাড়া করা যায়, কারণ ঢাবি অধিভুক্ত সাত কলেজ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। চেষ্টা করবেন দ্রুত ম্যাথ সমাধান করতে।

জীববিজ্ঞান:-

 জীববিজ্ঞান রিটেনের জন্য এমন প্রশ্ন পড়বা যেগুলোর নির্দিষ্ট উত্তর আছে। অর্থাৎ বোর্ডের (খ) এবং (গ) নং প্রশ্ন। বৈশিষ্ট্য এবং পার্থক্য গুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়লেই অর্ধেক প্রস্তুতি হয়ে যাবে।

রসায়ন:-

রসায়নের জন্য স্পেশাল ইকুয়েশনগুলো পড়তে হবে, নোট তৈরি করতে হবে।

এবং রিটেনের জন্য বোর্ডের (খ) এবং (গ) প্রশ্ন  অনেক গুরুত্বপূর্ণ। বরাবরের মতো আবারও বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলেই সাত কলেজের প্রস্তুতি হয়ে যায়। তাই ঢাবির বিগত বছরের প্রশ্ন দেখুন।

পদার্থবিজ্ঞান:-

পদার্থবিজ্ঞান জন্য কুয়েট ও চুয়েটের এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে বলে রাখা ভালো মেইন বইয়ের কোনো বিকল্প নেই।

মেইন বুকের ওপর পুরো ফোকাস করতে হবে, সাথে বিগত বছরের প্রশ্ন।


বাণিজ্য বিভাগ সাজেশন

হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞানের জন্য বিগত বছরের প্রশ্ন দেখতে হবে। প্রশ্নের ক্যাটাগরি বুঝা খুবই গুরুত্বপূর্ণ। 

 বিগত বছরের প্রশ্ন অনুসন্ধান করে দেখা যায় ১০/১২ টি প্রশ্ন অঙ্ক সম্পর্কিত হয়ে থাকে। আর বাকিগুলো থিওরী থেকে প্রশ্ন এসে থাকে। হিসাববিজ্ঞানের ক্ষেত্রে ঢাবির প্রশ্ন বেশি করে দেখুন। এবং ম্যাথ গুলো সমাধান করার চেষ্টা করুন।

ঢাবি অধিভুক্ত ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিতে দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনাকে অঙ্কগুলো বেশি বেশি চর্চা করতে হবে। অল্প সময়ে, পারসেন্ট (%) বের করা শিখতে হবে। এবং অঙ্ক করতে যেই যেই ক্যালকুলেশন প্রয়োজন সেগুলো আয়ত্ত করতে হবে। 

হিসাববিজ্ঞান পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই টাইম ম্যানেজমেন্ট মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে টোটাল ১০০ টি প্রশ্ন ৬০ মিনিটে শেষ করতে হবে।

হিসাববিজ্ঞানের জন্য উচ্চমাধ্যমিক হিসাববিজ্ঞান বইটির পাশাপাশি, Rabs/ Abacus বইটি পড়তে হবে। আমার পরামর্শ থাকবে Rabs বইটি পড়ুন।


ফিন্যান্স এন্ড ব্যাংকিং

ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর জন্য বিগত বছরের প্রশ্ন এবং মেইন বুক খুবই গুরুত্বপূর্ণ।  পাশাপাশি Fundamental Of Finance বইটি পড়তে পারেন। 

ফিন্যান্স অংশ থেকে থিওরী বেশি আসে কিন্তু ম্যাথ খুবই কম এসে থাকে।

ব্যাংকিং অংশ থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে ফিন্যান্স অংশের তুলনায়। তাই ব্যাংকিং অংশ ভালো করে পড়বেন।

পাশাপাশি বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করতে হবে। এটি সবার আগে করার চেষ্টা করবেন।


মার্কেটিং 

মার্কেটিং এর জন্য বিগত বছরের প্রশ্ন এবং মেইন বুক পড়বেন। সহজ ভেবে হেলা করলে বিপদে পড়তে হবে। তাই প্রতিটি সাবজেক্টকে গুরুত্ব সহকারে পড়তে হবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন দেখবেন। এবং যেই টপিক থেকে বেশি প্রশ্ন করা হয় সেই টপিক বই থেকে পড়বেন।


ম্যানেজমেন্ট

ব্যবস্থাপনা/ ম্যানেজমেন্টের জন্য বিগত বছরের প্রশ্ন দেখতে হবে। মেইন বইয়ের প্রতিটি লাইন গুরুত্ব সহকারে পড়তে হবে। পাশাপাশি Fundamental Of Business বইটি পড়তে পারেন।  তাহলে আপনার প্রস্তুতি হয়ে যাবে।


মানবিক বিভাগ সাজেশন

মানবিক বিভাগে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা এবং ইংরেজির জন্য সবাই উপরের সাজেশন পড়লেই প্রস্তুতি হয়ে যাবে। 

সাধারণ জ্ঞানের জন্য আপনারা পড়তে পারেন। MP3 বাংলাদেশ এবং MP3 আন্তর্জাতিক বইটি। 

মানবিক বিভাগের জন্য সাধারণত জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা বিষয়গুলো খুবই ভালোভাবে পড়বেন। 


সবশেষে বলবো পরীক্ষার হলে ভয় পাওয়া যাবে না। আত্নবিশ্বাসী হয়ে পরীক্ষা দিন। টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখুন। আশা করি আপনার চান্স হয়ে যাবে।

ধন্যবাদ

Previous Post Next Post