অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (PDF)

অপরিচিতা গল্পটি লিখেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক "সবুজপত্র" পত্রিকায়। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য অপরিচিতা গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। 

তাহলে চলুন জেনে নেওয়া যাক, অপরিচিতা গল্পের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর

অপরিচিতা গল্পের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর


অপরিচিতা গল্পের mcq


(১) সেকরা শব্দের অর্থ কি?

উত্তর:- স্বর্ণকার


(২) কবি গল্পে অন্নপূর্ণা দ্বারা কাকে বোঝানো হয়েছে?

উত্তর:- দেবী দুর্গাকে


(৩) ফল্গু বলতে কি বুঝানো হয়েছে? 

উত্তর:- ভারতের গোয়া অঞ্চলের একটি নদীর নাম ফল্গু


(৪) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর:- ১৮৬১ সালে


(৫) বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর


(৬) অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?

উত্তর:- অনুপম সৎপাত্র


(৭) মেয়ে যদি বল, তবে'- উক্তিটি কার?

উত্তর:- হরিশের


(৮) 'অপরিচিতা' গল্পে রসবোধসম্পন্ন চরিত্র কোনটি? 

উত্তর:- হরিশ


(৯) মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। উক্তিটি কার?

উত্তর:- বিনুদার


(১০) “তিনি বড়ই চুপচাপ এখানে কার কথা বলা হয়েছে?

উত্তর:- শম্ভুনাথ সেন


(১১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী? 

উত্তর:- মামার হীন ব্যবহার


(১৩) স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল? 

উত্তর:- ক্যামেরা


(১৪) 'বিয়ে ভেঙ্গে যাওয়ার পর অনুপমা মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে। অনুপমার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রের মিল রয়েছে?


উত্তর:- কল্যাণীর


(১৫) মাটির খোলের দু'পাশে চামড়া লাগানো বাদ্যযন্ত্র নিচের কোনটি?


উত্তর:- মৃদঙ্গ


(১৬) 'অপরিচিতা' গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা?

উত্তর:- উত্তম পুরুষ


(১৭) 'অপরিচিতা' গল্পে আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে বলতে কী বোঝানো হয়েছে? 

উত্তর:- সংসার অনভিজ্ঞ


(১৮) কল্যাণীর বাবা বিয়ের কত দিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান?


উত্তর:- তিন দিন


(১৯) 'অপরিচিতা' গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে? 


উত্তর:- হীনন্মন্যতা


(২০) অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন?

উত্তর:- ওকালতি


(২১) মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি?

উত্তর:- বিচক্ষণতা


(২২) রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারের জন্মগ্রহণ করেন?

উত্তর:- ঠাকুর পরিবারে


(২৩) রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর


(২৪) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোটগল্পের নাম কি?

উত্তর:- ভিখারিনী


(২৫) কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর আর প্রথম ছোট গল্প ভিখারিনী রচনা করেন? 

উত্তর:- ১২৮৪ বঙ্গাব্দে


(২৬) কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোটগল্প রচনা করেন?

উত্তর:- ১৬ বছর বয়সে


(২৭) গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে?

উত্তর:- ৯৫ টি


(২৮) রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি?

উত্তর:- মুসলমানির গল্প


(২৯) মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন?

উত্তর:- অস্থি-মজ্জা


(৩০) অপরিচিত গল্পে ফুলের বুকের উপর কি এসে বসেছিল?

উত্তর:- ভ্রমর


(৩১) অপরিচিতা গল্পে অনুপমের বয়স কত ছিল?

উত্তর:- ২৭ বছর


(৩২) অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন?

উত্তর:- ওকালতি


(৩৩) কোন শব্দটি অনুপমের কাছে চিরজীবনের হয়ে রইল?

উত্তর:- জায়গা আছে


(৩৪) কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কী বোঝা যায়?

উত্তর:- মাতৃভূমির আদেশ


(৩৫) আসর জমাতে অদ্বিতীয় কি?

উত্তর:- হরিশ


(৩৬) অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?

উত্তর:- আন্দামান দ্বীপ


(৩৭) কে কন্যাকে আশীর্বাদ করতে গেল?

উত্তর:- বিনুদাদা


(৩৮) বিনুদাদার সাথে অনুপমের সম্পর্ক কি?

উত্তর:- পিসতুতো ভাই


(৩৯) 'মন্দ নহে খাঁটি সোনা বটে।"-উক্তিটি কার?

উত্তর:- বিনুদার


(৪০) বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল?

উত্তর:- ২৩

আরো পড়ুন:- সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর


অপরিচিতা গল্পের mcq


(৪১) অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এখানে ছোট ভাইটিকে?

উত্তর:- কার্তিক


(৪২) গজাননের মায়ের নাম কি?

উত্তর:- অন্নপূর্ণা


(৪৩) হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে?

উত্তর:- ছুটি উপলক্ষে


(৪৪) কাকে অনুপমের ভাগ্যদেবতা বলে উল্লেখিত করা হয়েছে?

উত্তর:- মামাকে


(৪৫) বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল?

উত্তর:- ১৫


(৪৬) মামার বাইরের যাত্রাপথের সীমানা কতদূর?

উত্তর:- কোন্নগর পর্যন্ত


(৪৭) বিয়ের কত দিন পূর্বে অনুপমের সাথে তার শ্বশুরের সাক্ষাৎ হয়?

উত্তর:- তিন দিন


(৪৮) কল্যাণী কোন স্টেশনে নেমে গেল?

উত্তর:- কানপুর


(৪৯) অপরিচিত গল্পে কোন সময় অনুপম বিনুদাদার বাড়িতে যেত? 

উত্তর:- রাতে


(৫০) রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?

উত্তর:- বিশ্বকবি


(৫১) অনুপমের মামার মন ভার হইল কেন? 

উত্তর:- মেয়ের বয়স পনেরো বলে


(৫২) 'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

উত্তর:- নাটক


(৫৩) অনুপমকে কিসের সাথে তুলনা করা হয়?

উত্তর:- মাকাল ফল


(৫৪) অনুপমকে মাকাল ফল-এর সাথে তুলনা করে বিদ্রপ করেছিল কে?

উত্তর:- পন্ডিতমশায়


(৫৫)প্রদোষ শব্দের অর্থ কী?

উত্তর:-‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা


অপরিচিতা গল্পের mcq


(৫৬) বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?

উত্তর:- বিবাহ ভাঙার পর কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে


(৫৭) কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানাে হয়েছিল?

উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানা হয়েছিল


(৫৮) বেহাই সম্প্রদায়ের কী থাকাটা দোষের?

উত্তর:- বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের


(৫৯)অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?

উত্তর: ৬ বছরের বড়


(৬০)অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?

উত্তর:- প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক “সবুজপত্র” পত্রিকায় প্রকাশিত হয়


(৬১) শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?

উত্তর:- ডাক্তার


(৬২) কল্যাণী স্টেশন থেকে কি খাবার কিনে

 নেয়?

উত্তর:- চানা-মুঠ 


(৬৩) ট্রেনে কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল?

উত্তর:- ৩/৪ জন


(৬৪) অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করেন?

উত্তর:- মাকে নিয়ে


(৬৫) মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন?

উত্তর:- গরিব


(৬৬) শম্ভুনাথ সেকরার হাতে কী পরখ করতে দিয়েছিলেন?

উত্তর:- একজোড় এয়ারিং


(৬৭) মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার-

উত্তর:- প্রভাব


আরো পড়ুন: সোনার তরী গল্পের mcq


শিক্ষার্থীরা যদি বহুনির্বাচনী প্রশ্নগুলো আয়ত্ত করতে পারে। তাহলে অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্নগুলো পরীক্ষায় কমন পড়বে। 

এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য অপরিচিতা গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অপরিচিতা গল্পের সকল এমসিকিউ শিখে নেওয়া উচিত।

ডাউনলোড করুন

↓↓↓↓↓↓↓↓↓

অপরিচিতা গল্পের বহুনির্বাচনী প্রশ্নের pdf

Previous Post Next Post