বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার নিয়ে চিন্তিত?তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।

Bkash to Nagad tk transfer

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার

প্রথমে একটি খারাপ সংবাদ দিয়েই শুরু করতে হয়। সত্যি কথা বলতে সরাসরি বিকাশ থেকে নগদের টাকা ট্রান্সফার এর এখন পর্যন্ত কোন অপশন নেই। কিন্তু আপনি চাইলে ভিন্ন উপায়ে বিকাশ থেকে নগদ ট্রান্সফার করতে পারবেন।


বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যায় এমন কয়েকটি উপায়  নিয়েই আজকের পোস্টটি সাজানো হলো।


কিভাবে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করবো?

বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সরাসরি কোন ব্যবস্থা যেহেতু এখন পর্যন্ত আসেনি। আমরা চাইলেই কয়েকটি উপায় অবলম্বন করতে পারি। অর্থাৎ প্রথমে অন্য কোন অনলাইন ব্যাংকিং এ টাকা পাঠিয়ে; পরবর্তীতে সেখান থেকে নেওয়া।


  • বিকাশ থেকে যেকোনো অনলাইন ব্যাংকে টাকা পাঠিয়ে পরবর্তীতে তা নগদে ট্রান্সফার করা।
  • দ্বিতীয়ত,বিকাশ থেকে ক্যাশ আউট করে নগদে ক্যাশ ইন করা।


বিকাশ থেকে নগদের টাকা ট্রান্সফার করার উপায়

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফারের জন্য ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসটি খুবই কার্যকরী। এ পর্যায়ে আমরা কিভাবে বিকাশ থেকে নগদে টাকা সেলফিন অ্যাপস এর মাধ্যমে আনা যায় তা দেখব। 

তবে এই ক্ষেত্রে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফারের জন্য অবশ্যই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।


বিকাশ থেকে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস এ মানি ট্রান্সফার

ইসলামী ব্যাংকের অনলাইনে টাকা আদান-প্রদানের অ্যাপস হলো সেলফিন। বিকাশ অ্যাপস থেকে সরাসরি সেলফিন অ্যাপসে টাকা ট্রান্সফার করা যায়।

সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো।

  • (Bkash to Bank)বিকাশ থেকে ব্যাংক অপশনে আসুন:আপনার ফোনের বিকাশ অ্যাপসে লগইন করে Bkash to Bank এই অপশনে ক্লিক করবেন।
  • Visa Debit Card এই অপশনটি সিলেক্ট করুন:
  • Bkash to Bank অপশনটি ক্লিক করার পর আপনি Bank Account এবং Visa Debit Card এই দুইটি অপশন দেখতে পাবেন।এই দুইটি অপশন থেকে আপনাকে Visa Debit Card এ ক্লিক করতে হবে।
  • Card Number প্রদান করা:Visa Debit Card কার্ডে আপনার ১৬ ডিজিটের যে নাম্বারটি রয়েছে তা  দিন।
  • টাকার এমাউন্ট লিখুন:কার্ড নাম্বার দেওয়ার পরে আপনি কি পরিমান টাকা ট্রান্সফার করতে চান তা লিখুন।অর্থাৎ টাকার এমাউন্ট আপনি উল্লেখ করুন
  • বিকাশ পিন দিয়ে সাবমিট করুন:সবশেষে আপনার বিকাশ পিন দিন।বিকাশ পিন দিয়ে হোল্ড করে ধরে রাখলে আপনার বিকাশ থেকে ব্যাংক মানি ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে।


সেলফিন অ্যাপস থেকে নগদে টাকা ট্রান্সফার

সেলফিন অ্যাপস টু নগদ মানি ট্রান্সফারের প্রক্রিয়া নিম্নোক্ত ধাপে বর্ণনা করা হলো:

  1.  প্রথমে আপনার সেলফিন অ্যাপ এ লগ ইন করতে হবে। তারপর ফ্রান্ড ট্রান্সফার অপশনে যেতে হবে।
  2.  ট্রান্সফার অপশনে গিয়ে নগদ লোগো দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।
  3. এ পর্যায়ে আপনার নগদ নাম্বারটি দিন।
  4.  তারপর আপনি কত টাকা পাঠাতে চান অর্থাৎ টাকার অ্যামাউন্ট লিখুন।
  5.  সবশেষে,একটি নোট দিয়ে আপনার ৬ সংখ্যার পিনটি লিখে সাবমিট করুন।

এ প্রক্রিয়ার মাধ্যমে আপনার বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার হয়ে যাবে। নিশ্চিত হওয়ার জন্য বিকাশ একাউন্ট দিয়ে চেক করে নিবেন।

এই প্রক্রিয়ায় কত চার্জ কাটবে?

অনেকের মনে প্রশ্ন থাকে বিকাশ থেকে নগদে টাকা পাঠালে কোন প্রকার চার্জ কাটবে কিনা।

সেলফিন অ্যাপ এর মাধ্যমে আপনি যদি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করেন, তাহলে কোন প্রকারের খরচ হবে না।

অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন।

অন্য কোন ব্যাংক থেকে কি টাকা ট্রান্সফার করা যাবে?

হ্যাঁ। আরো কয়েকটি  ব্যাংকের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন।

  1. অগ্রণী ব্যাংক
  2. সোনালী ব্যাংক
  3. এবি ব্যাংক

আরো কিছু ব্যাংক রয়েছে  যেগুলোর মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন।

Bkash to Bank অপশনে গেলে আপনি কয়েকটি ব্যাংকের নাম দেখতে পাবেন। সেসব ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। 


বিকাশ থেকে ক্যাশ আউট করে তা নগদে ক্যাশ ইন করা 

এই প্রক্রিয়ায় প্রথমত আপনাকে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে হবে। তারপর তা নগদে ক্যাশ ইন করতে হবে। 

বিকাশ থেকে নগদ ট্রান্সফারের এই প্রক্রিয়ায় আপনার কিছুটা খরচ হবে। যখন বিকাশ থেকে ক্যাশ আউট করবে তখন হাজারে ২০ টাকা কেটে নেবে। এ প্রক্রিয়াটি তুলনামূলক কষ্টকরও বটে। 


খরচ পরিবর্তন করার মাধ্যমে লেনদেন করুন 

মনে করুন আপনার টাকা বিকাশে রয়েছে, কিন্তু আপনাকে নগদে টাকা প্রদান করতে হবে। এখন আপনি আপনার বিকাশে টাকা বিকাশে রেখে দেন। এবং অন্য কারো থেকে বা অন্য কোথাও থেকে টাকা ম্যানেজ করে তা নগদে  প্রদান করুন। পরবর্তীতে, অন্য কোন দরকারি কাজে তা পুষিয়ে নিন। এভাবে আপনার টাকা ক্যাশ আউট করে এক্সট্রা খরচের ঝামেলা পোহাতে হবে না। 

 বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর কয়েকটি উপায় শেয়ার করেছি। যেটি আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করুন। 

পরিশেষে বলতে হয়,

বিকাশ থেকে নগদে সরাসরি টাকা ট্রান্সফারের এখনো কোনো অপশন চালু হয়নি বিশেষত যখন আমি  আর্টিকেলটি লিখছি।

তবে খুশির সংবাদ হলো  বাংলাদেশ ব্যাংক  'বিনিময়' নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে,  যার আওতায় বিকাশকে নিয়ে আসা হয়েছে। তবে নগদকে এখনো আনা হয়নি। যদি নগদ কেউ বিনিময়ের আন্ডারে নিয়ে আসা যায়, হয়তোবা খুব শীঘ্রই বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন। 

বিকাশ থেকে নগদে সরাসরি টাকা ট্রান্সফার অপশন চালু না হওয়ার কারণ তাদের ব্যবসায়িক প্রতিযোগিতা। কেননা বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর শীর্ষ প্রতিষ্ঠানে হিসেবে রয়েছে বিকাশ এবং তারপরেই নগদ। এর মাধ্যমে আপনি যতটা সহজে লেনদেন করতে পারেন, অন্যান্য ব্যাংক কিংবা অন্য উপায়ে টাকা আদান-প্রদান অতটা সহজ নয়। কেননা সেক্ষেত্রে আপনাকে সরাসরি  ব্যাংকে যেতে হবে। তারপর আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে পারবেন। 

যদিও বাংলাদেশের রকেট এবং আরো কয়েকটি মোবাইল ব্যাংকিং এর প্রতিষ্ঠান রয়েছে, তবুও বিকাশ এবং নগদ এই দুটি সবচেয়ে জনপ্রিয়।

 বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার হওয়ার সিস্টেমটি চালু হলে আমরা আমাদের পোস্টে তা অবশ্যই যুক্ত করে দিব। 

এই বিষয়ে আপনার যেকোনো সাজেশন আমাদের একান্তই কাম্য। আশা করি আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানাবেন।

ধন্যবাদ!

Previous Post Next Post