গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ জেনে নিন
সর্বমোট ২২টি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতি গঠন করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন মার্চের শেষের দিকে শুরু হতে পারে এবং পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এপ্রিল মাসের দিকে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি) আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ২০২০-২১ সেশনে ২০ পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি গ্রহণ করা হয়। কিন্তু এবার ২০২১-২২ সেশনে আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে। এবার গুচ্ছ পদ্ধতিতে সর্বমোট ২২ টি বিশ্ববিদ্যালয় যুক্ত রয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি
গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩ কবে হবে
- প্রাথমিক আবেদন শুরুঃ- এপ্রিলের শেষের দিকে
- প্রাথমিক আবেদনের শেষ তারিখঃ- মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত
- পরীক্ষার তারিখঃ- এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে।
- আবেদন লিংকঃ- https://gstadmission.ac.bd/
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগ
মানবিক বিভাগ
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.০০ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩
বিষয়ভিত্তিক নম্বর
বিজ্ঞান বিভাগ
পদার্থবিদ্যা ২৫
রসায়ন ২৫
গণিত ২৫
জীববিদ্যা ২৫
আইসিটি ২৫
বিঃদ্রঃ আইসিটি, গণিত এবং জীববিজ্ঞান এই তিনটি বিষয়ের মধ্যে যেকোনো দুটির উত্তর করবেন। একটি বাদ দিতে হবে।
ব্যবসায় শিক্ষা
বাংলা- ১৫
ইংরেজি- ১৫
হিসাববিজ্ঞান- ৩৫
ব্যবসায় উদ্দেশ্য- ৩৫
মানবিক বিভাগ
বাংলা- ৩৫
ইংরেজি- ৩৫
সাধারণ জ্ঞান-৩০
গুচ্ছের ২২ টি বিশ্ববিদ্যালয়ের নাম
- Barisal Univeristy
- Begum Rokeya University
- Kazi Nazrul Islam Univeristy.
- Khulna University
- Comilla Univeristy
- Islamic University
- Sheikh Hasina Univeristy
- Rabindra University
- Jagannath University
- Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University
- Noakhali University of Science and Technology (NSTU)
- Haji Danesh University of Science and Technology
- Shahjalal university of Science and Technology
- Rangamati University of Science and Technology
- Bangabandhu University of Science and Technology
- Pabna University of Science and Technology
- Jessore University of Science and Technology (JUST)
- Patuakhali Science and Technology Univeristy
- Mawalana Bhashani University of Science an0d Technology (MBSTU)
- Fazilatunnessa Mujib University of Science and Technology
- Bangabandhu Sheikh Mujibur Rahman University, Kishoreganj
- Chandpur Science and Technology University
গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্কস
গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্কস ৩০ নম্বর। প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। তাই ভেবে চিন্তে উত্তর করা বুদ্ধিমানের কাজ হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩
বিষয়ভিত্তিক প্রস্তুতি
পদার্থবিজ্ঞান:-
পদার্থবিজ্ঞান জন্য শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তির বিগত বছরের এমসিকিউ দেখতে পারেন। বলে রাখা ভালো মেইন বইয়ের কোনো বিকল্প নেই।
মেইন বুকের ওপর পুরো ফোকাস করতে পারলে আপনি অনেক এগিয়ে যাবেন।
জীববিজ্ঞান:-
জীববিজ্ঞানের ক্ষেত্রে স্পেশাল ইকুয়েশনগুলো (বিক্রিয়া) পড়তে হবে। জীববিজ্ঞানের জন্য তোমরা নোট করে রাখতে পারো। পরীক্ষার আগে সবকিছু পড়া সম্ভব হবে না, তখন তোমার তৈরি করা গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোর ওপর চোখ বুলিয়ে নিলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভবনা বেড়ে যায়।
রসায়ন:-
রসায়নের জন্য স্পেশাল ইকুয়েশনগুলো পড়তে হবে, নোট তৈরি করতে হবে।
গণিত:-
গণিতের জন্য মেইন বইয়ের উদাহরণ গুলো ফলো করবা(ছোট অংক গুলো)। সাথে সূত্র অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সাধারণত সূত্র থেকেই ম্যাথ বেশি আসে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।
মানবিক
বাংলা ১ম পত্র
বাংলা অবশ্যই লেখক পরিচিতি পড়তে হবে৷ সিলেবাসে উল্লেখিত গদ্য বা পদ্য সমূহের লেখক এবং শব্দার্থ পড়তে হবে। আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
কোন কবিতা কোন ছন্দে রচিত
কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে রচিত।
কবিতার লাইন বা কবিতা চিহ্নিত করা।
নাটকের অঙ্ক সংখ্যা এবং নাটকের প্রধান চরিত্রের ব্যাখ্যা।
উপন্যাসের মূল কাহিনী।
সহপাঠ বইয়ের সাহিত্যের ইতিহাস।
কবিতা বা গদ্যে পাখি বা নদীর নাম
বাংলা ২য় পত্র
নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি পড়লে ৮০% প্রশ্ন কমন আসবে। বইটি সম্পূর্ন শেষ করুন সিলেবাস অনুযায়ী।
আইসিটি
আইসিটির জন্য রকমারি অথবা অন্য কোনো প্রকাশনীর বই পড়লেই প্রস্তুতি হয়ে যাবে।
সাধারণ জ্ঞান
MP3 এর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বইটি পড়লেই ৮০% কমন পাবেন। ভালো প্রস্তুতির জন্য সাথে অন্য বইও পড়তে পারেন।
ব্যবসায় শিক্ষা
বাংলা প্রস্তুতি উপরে দেওয়া হয়েছে।
হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞান বিষয়টি থেকে ৩৫ নম্বরের উত্তর করতে হবে। বুঝতেই পারছেন হিসাববিজ্ঞানে ভালো করলে কতটা এগিয়ে যাবেন। তাই হিসাববিজ্ঞানের ম্যাথ গুলো বেশি বেশি প্রাকটিস করতে হবে। অংক থেকে ২০ বা তার অধিক প্রশ্ন আসতে পারে। ১৫ টা প্রশ্ন আসতে পারে থিওরি থেকে ( কম বেশি হতে পারে)।
হিসাববিজ্ঞানের জন্য Rabs বা Abacus বইটি পড়তে পারেন।
ব্যবসায় উদ্যোগ
ব্যবসায় উদ্যোগের জন্য Fundamental of Business বইটি পড়তে পারেন। সাথে মেইন বই অবশ্যই পড়বেন। তাহলে আপনার প্রস্তুতি হয়ে যাবে।
শেষ কথা
সাহসের সাথে পরীক্ষার হলে যাবেন। নিজের উপর আত্নবিশ্বাস রাখবেন। ম্যাথগুলো করার সময় মনোযোগ দিয়ে করবেন। আর অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে। ঘুম এবং খাওয়া ঠিক রেখে পড়তে বসবেন।
আশা করি আপনার চান্স হয়ে যাবেন।
ধন্যবাদ