জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩


 আমরা জানি আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রতি বছর। কারণ উচ্চ মাধ্যমিক শেষ করে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আসন থাকে না এবং সবার প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার সুযোগ থাকে না। তাই অধিকাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে।


এই আর্টিকেলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২২-২০২৩ ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব।

এ বছর ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসন সংখ্যা ৪,২১,০৫৫ টি। 


জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা

মানবিক বিভাগ

মানবিক বিভাগের জন্য এসএসসি এবং এইচএসসিতে নূন্যতম  (৩.০০+৩.০০) করে থাকতে হবে এবং উভয় মিলে ৬.৫০ পয়েন্ট থাকতে হবে।


বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় বিভাগ

বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় বিভাগ জন্য এসএসসিতে ৩.০ এবং এইচএসসিতে ৩.০০ করে মোট ৭.০০ থাকতে হবে।

 মানবিক বিভাগের যাদের জিপিএ ৩.০০ থেকে কম এবং বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে যাদের জিপিএ এসএসসিতে ৩.০ থেকে কম এবং এইচএসসিতে ৩.০০ থেকে কম, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স করার সুযোগ পাবেন না। আপনাদের জন্য ডিগ্রি পাস কোর্স করার সুযোগ রয়েছে।


ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স প্রফেশনাল কোর্স করারও সুযোগ রয়েছে উল্লেখযোগ্য কিছু কলেজে। অনার্সের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর অনার্স প্রফেশনাল কোর্স নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এবং কোন কোন কলেজে প্রফেশনাল কোর্স চালু আছে সেটাও জানিয়ে দেওয়া হবে। অনার্স প্রফেশনাল কোর্সের বেশিরভাগ কলেজ শহর অঞ্চলে অবস্থিত।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ নোটিশ দেখে নিন:

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ রবিবার ২ এপ্রিল ২০২৩ সালে প্রকাশিত হয়। 


আরো পড়ুন:অনার্স ২য় বর্ষের বইয়ের তালিকা


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরুর তারিখ

৫ এপ্রিল রোজ বুধবার। 

আবেদনের শেষ তারিখ ৮ মে


                আবেদন করার প্রক্রিয়া 

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক(সম্মান) শ্রেণির কলেজ সমূহের প্রাথমিক আবেদন অনলাইনে শুরু হবে। কলেজ কতৃক নির্ধারিত 

ফি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। 

আবেদন করতে যে তথ্যগুলো প্রয়োজন হবে

১. ssc বা সমমান ( দাখিল) বোর্ড পরীক্ষার রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার।

২.HSC বা সমমান (আলিম) পরীক্ষার রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার। 

৩. এক কপি রঙিন ছবি ( ১২০ বাই ১৫০ পিক্সেল, সাইয ৫০ কেবি- png) 

৪. একটি ইমেইল এবং একটি মোবাইল নাম্বার।


ধাপ-১ 

আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাবেন। 

সাইট লিংকঃ- http://app1.nu.edu.bd/

তারপর Apply Now তে ক্লিক করবেন। 

একটা পেজ আসবে, SSC ও HSC পরীক্ষার রোল নাম্বার এবং রেজিষ্ট্রেশন নাম্বার তারপর বোর্ড ও পাসের সন দিয়ে Next বাটনে ক্লিক করুন।


ধাপ-২

নতুন একটা পেজ আসবে, আবেদনকারী তার SSC ও HSC ফলাফলসহ পিতা-মাতার নাম, জন্মতারিখ ও লিঙ্গ দেখতে পাবেন। উল্লেখিত তথ্যে ভুল থাকলে সেটা ঠিক করে নিন।

তারপর Next বাটনে ক্লিক করুন। 


ধাপ-৩ 

অন্য আরেকটি পেজ আসবে। পেজের বামদিকে Eligible Subject list দেওয়া থাকবে। কোন কোন বিষয়ের ওপর অনার্স চালু আছে।


তারপর দ্বিতীয় কলামে কলেজ নির্বাচন করতে হবে। (বিঃদ্রঃ একটি কলেজে আবেদন করতে পারবেন)

কলেজ সিলেক্ট করার জন্য প্রথমেই বিভাগ তারপর জেলার নাম সিলেক্ট করবেন। তারপর কাঙ্খিত কলেজ সিলেক্ট করবেন। তারপর সাবজেক্ট চয়েজ।


ধাপ-৪

তারপর আরো একটা পেজ আসবে। আপনার যদি কোটা থাকে Yes সিলেক্ট করুন। না থাকলে No সিলেক্ট করুন।


ধাপ-৫ 

এই পেজে আবেদনকারীর একটি ছবি, একটি মোবাইল নাম্বার এবং একটি ই-মেইল প্রদান করুন। (১৫০ পিক্সেল দৈর্ঘ্য এবং ১২০ পিক্সেল প্রস্থের ছবি নিন, ৫০ কেবি সাইজ-png ফরম্যাটে হতে হবে)

তারপর Preview Application ক্লিক করে দেখুন আপনার দেওয়া তথ্য সব ঠিক আছে কিনা। 

ঠিক থাকলে Submit Application ক্লিক করুন। 

সাবমিট দেওয়ার পর একটা pdf ফাইল পাবেন ফাইলটি ডাউনলোড করুন। 


ফাইলে থাকা ফরমটি প্রিন্ট করে নিবে। ২৫০ টাকা কলেজে জমা দেওয়ার পর আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, আপনি কোন সাবজেক্টের জন্য মনোনীত হয়েছেন। মনোনীত না হলেও আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। একটা বিষয় মাথায় রাখবেন আপনার যদি জিপিএ কম হয়ে থাকে তাহলে বেসরকারি কলেজগুলোতে চয়েজ দেওয়ার চেষ্টা করবেন। কারণ সরকারি কলেজগুলোতে অনেক বেশি প্রতিযোগিতা হয়ে থাকে।

আর সাবজেক্ট না ফেলে চিন্তার কোনো কারণ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে ১ম রিলিজ স্লিপ, ২য় রিলিজ স্লিপ এবং ৩য় রিলিজ স্লিপ পর্যন্ত দিয়ে থাকে। তাই প্রাথমিক আবেদনে যদি আপনি সাবজেক্ট পেয়ে না থাকেন তাহলে ,এই রিলিজ স্লিপগুলোতে আবেদন করার সুযোগ রয়েছে।

Previous Post Next Post