নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার । Joining Bangladesh Navy

নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার এমওডিসি

যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের সমুদ্রসীমার রক্ষার এক অতন্ত্র প্রহরী। বাংলাদেশের সমুদ্রসীমা এবং সমুদ্র উপকূলের সুরক্ষা ও রক্ষার দায়িত্ব নিতে আপনিও বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারেন। বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সীমানা এবং সমুদ্র উপকূলের রক্ষা ও সুরক্ষা করা। এটি বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ে নিজেদের অবস্থান দৃঢ় করা


নৌবাহিনীতে নিয়োগের যোগ্যতা (Eligibility Criteria for Joining Bangladesh Navy)

বাংলাদেশ নৌবাহিনীতে যে কোনো পদে আবেদন করার ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের বেধ নাগরিক হতে হবে। bangladesh navy কর্তৃক প্রয়োজনীয় যোগ্যতার এবং নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার মানদণ্ড পূরণ করা অপরিহার্য। আপনি নিম্নলিখিত শর্তসাপেক্ষে বাংলাদেশ নৌবাহিনীতে বা bangladesh navy অফিসার পদে যোগ দিতে পারেন ।

নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার

নৌবাহিনী নিয়োগ ২০২৩ যোগদানের জন্য শিক্ষাগত যোগ্যতা:

নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার অনুসারে নৌবাহিনী নিয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও মানবদন্ড থাকা জরুরী।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা -পুরুষ

ক. বয়স

০১ জানুয়ারী ২০২৪ অনুর্ধ্ব ২৮ বছর


খ. শিক্ষাগত যোগ্যতা (নুন্যতম)

সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধণ্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্টিটেকচার/ মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এ বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নুন্যতম জিপিএ 4.50 সহ বিএসসিতে সিজিপিএ 3.00 (৪ স্কেল) প্রাপ্ত হবে।


গ. বেবাহিক অবস্থা 

অবিবাহিত


ঘ. শারীরিক যোগ্যতা (নুন্যতম)


পুরুষ

মহিলা



উচ্চতা

১৬২.৫ সেমি/

৫ফুট ৪ ইঞ্চি

১৫৭.৪৮ সেমি/

৫ফুট ২ ইঞ্চি

ওজন

৫০ কেজি

৪৭ কেজি

বুকের মাপ

স্বাভাবিক:

৭৬ সেমি/ ৩০ইঞ্চি

সমপ্রসারিত:

৮১ সেমি/ ৩২ইঞ্চি

স্বাভাবিক:

৭১ সেমি/ ২৮ইঞ্চি

সমপ্রসারিত:

৭৬ সেমি/ ৩০ইঞ্চি

ঙ. জাতীয়তা 

বাংলাদেশী






শিক্ষা শাখা -পুরুষ ও মহিলা

ক. বয়স

০১ জানুয়ারী ২০২৪ অনুর্ধ্ব ৩০ বছর


খ. শিক্ষাগত যোগ্যতা (নুন্যতম)

সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধণ্য বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি,পদার্থ, রসায়ন, মনোবিজ্ঞান, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান)

। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নুন্যতম জিপিএ ৪.০০ সহ স্নাতক (সম্মান) এ সিজিপিএ ৩.০০ (৪ স্কেল) প্রাপ্ত হবে।


গ. বেবাহিক অবস্থা 

অবিবাহিত/বিবাহিত


ঘ. শারীরিক যোগ্যতা (নুন্যতম)


পুরুষ

মহিলা



উচ্চতা

১৬২.৫ সেমি/

৫ফুট ৪ ইঞ্চি

১৫৭.৪৮ সেমি/

৫ফুট ২ ইঞ্চি

ওজন

৫০ কেজি

৪৭ কেজি

বুকের মাপ

স্বাভাবিক:

৭৬ সেমি/ ৩০ইঞ্চি

সমপ্রসারিত:

৮১ সেমি/ ৩২ইঞ্চি

স্বাভাবিক:

৭১ সেমি/ ২৮ইঞ্চি

সমপ্রসারিত:

৭৬ সেমি/ ৩০ইঞ্চি

ঙ. জাতীয়তা 

বাংলাদেশী






শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং) -পুরুষ ও মহিলা

ক. বয়স

০১ জানুয়ারী ২০২৪ অনুর্ধ্ব ৩০ বছর


খ. শিক্ষাগত যোগ্যতা (নুন্যতম)

সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধণ্য বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্টিটেকচার/ কম্পিউটার সাইন্স এ বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নুন্যতম জিপিএ 4.50 সহ বিএসসিতে সিজিপিএ 3.00 (৪ স্কেল) প্রাপ্ত হবে।


গ. বেবাহিক অবস্থা 

অবিবাহিত/বিবাহিত


ঘ. শারীরিক যোগ্যতা (নুন্যতম)


পুরুষ

মহিলা



উচ্চতা

১৬২.৫ সেমি/

৫ফুট ৪ ইঞ্চি

১৫৭.৪৮ সেমি/

৫ফুট ২ ইঞ্চি

ওজন

৫০ কেজি

৪৭ কেজি

বুকের মাপ

স্বাভাবিক:

৭৬ সেমি/ ৩০ইঞ্চি

সমপ্রসারিত:

৮১ সেমি/ ৩২ইঞ্চি

স্বাভাবিক:

৭১ সেমি/ ২৮ইঞ্চি

সমপ্রসারিত:

৭৬ সেমি/ ৩০ইঞ্চি

ঙ. জাতীয়তা 

বাংলাদেশী






বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩  আবেদন প্রক্রিয়া (join bangladesh navy circular 2023)

উপরে উল্লেখিত সকল শর্তাবলী পুরণ সাপেক্ষে নৌবাহিনী নিয়োগের জন্য বাংলাদেশ নেভি কর্তৃক প্রদত্ত নিম্নলিখিত পদ্ধতি সমুহ অনুসরণ করতে হবে

অনলাইন আবেদন পদ্ধতি

  1. নৌবাহিনীতে আবেদনের জন্য https://joinnavy.navy.mil.bd/ লিংকে প্রবেশ করে Apply Now তে ক্লিক করে বাংলাদেশ নৌবাহিনী আবেদন ফরম যথাযথভাবে পুরন করতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী আবেদন ফরম লিংক

  1. আবেদন পর্যায়ের শেষে অনলাইণ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ৭০০/- টাকা পরিশোধ করতে হবে।

  2. স্বাক্ষাতকারের জন্র কল-আপ-লেটার পুরণ করে প্রিন্ট আউট কপি ডাউনলোড করতে হবে।

Previous Post Next Post