জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত রূপ হল (জবি) বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২- ২০২৩ |জবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩  শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উক্ত বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত রূপ হল (জবি)
বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্বে জগন্নাথ কলেজ ছিল। ১৮৫৮ সালে জগন্নাথ কলেজের যাত্রা শুরু হয় তারপর ২০০৫ সালে জগন্নাথ কলেজের নাম বদল হয়ে এবং আইনগত পরিবর্তন এসে জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়।

১৯৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায় এবং অনাথবন্ধু মল্লিক ঢাকা ব্রাক্ষ স্কুল নামে এর প্রতিষ্ঠা করেছিলেন এবং ১৮৭২ সালে নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। এবং ১৯৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজ এবং ১৯০৯ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়ে থাকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি

গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত হয়।
যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চান তারা ,গুচ্ছ সার্কুলার দেখে আবেদন করুন।
এবং প্রয়োজনীয় নির্দেশনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষদ সমূহ 

A ইউনিট "বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সাইন্স" অনুষদ

বিষয় সমূহ এবং আসন সংখ্যা

  1. রসায়ন - ৮০
  2. পদার্থবিজ্ঞান- ৮০
  3. গণিত আসন-  ৮০
  4. প্রাণীবিদ্যা-  ৮০
  5. পরিসংখ্যান-  ৮০
  6. উদ্ভিদবিজ্ঞা- ৮০
  7. ভূগোল পরিবেশ- ৮০
  8. মনোবিজ্ঞান - ৮০
  9. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- ৫০
  10. অনুজীব বিজ্ঞান-  ৪০
  11. ফার্মেসি- ৪০
  12. প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান- ৩০
  13. জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি- ২৫

মোট- ৮২৫


আরো পড়ুন> ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি প্রস্তুতি কিভাবে নিবেন


ইউনিট B কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ আইনষধ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

বিষয় সমূহ এবং আসন সংখ্যা

  1. বাংলা-  ৮০
  2. ইংরেজি-৮০
  3. ইতিহাস-  ৮০
  4. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ৮০
  5. ইসলামিক স্টাডিজ-  ৮০
  6. দর্শন-  ৮০
  7. আইন-  ৮০
  8. অর্থনীতি- ৮০
  9. রাষ্ট্রবিজ্ঞান- ৮০
  10. সমাজবিজ্ঞান- ৮০
  11. সমাজকর্মব- ৮০
  12. নৃবিজ্ঞান-  ৮০
  13. গণযোগাযোগ ও সাংবাদিকতা-  ৮০
  14. লোক প্রশাসন- ৮০
  15. ভূমি ব্যবস্থাপনা ও আইন- ৬০
  16. এডুকেশন- ৬০
  17. ইংলিশ ল্যাঙ্গুয়েজ- ৪০

মোট- ১২৭০

ইউনিট C বিজনেস স্টাডিজ অনুষদ

বিষয় সমূহ এবং আসন সংখ্যা

  1. মার্কেটিং ফিনান্স ২০০
  2. মার্কেটিং এন্ড ইনফরমেশন সিস্টেম ১৬০
  3. ম্যানেজমেন্ট স্টাডিজ ১৬০

মোট-৫২০

বিশেষায়িত বিভাগসমূহ

বিষয় সমূহ এবং আসন সংখ্যা

  1. সংগীত -৪০
  2. চারুকলা- ৪০
  3. নাট্যকলা -৪০
  4. ফিল্ম এন্ড টেলিভিশন- ৩০
মোট- ১৫০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট মিলে সর্বমোট ২৭৬৫ টি আসন রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বমোট পাঁচটি ইউনিট রয়েছে।

  • বিজ্ঞান ইউনিট (A)
  • মানবিক ইউনিট (B)
  • ব্যবসায় ইউনিট (C)
  • সংগীত ও চারুকলা বিভাগ
  • নাট্যকলা ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

ইউনিট(A)- বিজ্ঞান শাখা

এসএসসি এবং এইচএসসি মিলে সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে চতুর্থ বিষয়েসহ

ইউনিট (C)- ব্যবসায় শাখা


এসএসসি এবং এইচএসসি মিলে সর্বমোট জিপিএ ৭.৫ থাকতে হবে চতুর্থ বিষয়েসহ

ইউনিট (B)- মানবিক শাখা

এসএসসি এবং এইচএসসি মিলে সর্বমোট জিপিএ ৭ থাকতে হবে চতুর্থ বিষয়েসহ
 

নাট্যকলা  সংগীত ও চারুকলা বিভাগ

এসএসসি এবং এইচএসসি মিলে সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে চতুর্থ বিষয় বাদে


আর পড়ুনঃ ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতির অন্তর্ভুক্ত হওয়ার পরে তাদের নিজস্ব মানবন্টন বাদ দেওয়া হয়েছে। যেহেতু তারা গুচ্ছের অন্তর্ভুক্ত হয়েছে তাই গুচ্ছের নিয়ে অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন করা হয়। যদিও তাদের পূর্বের মানবন্টন ছিল ভিন্ন ধরনের।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিপিএ নিয়ে তাদের নিজেদের স্বতন্ত্রতা রয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার মোট নাম্বার ১০০ এবং জিপিএর উপর নাম্বার রয়েছে। এসএসসি থেকে ১০ নম্বর এবং এইচএসসি থেকে ১০ নম্বর সর্বমোট ১২০ নম্বরের পরীক্ষা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির যোগ্যতা

আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে চান তাহলে প্রথমেই আপনাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং তুলনামূলক ভালো রেজাল্ট করতে হবে কারণ আইন বিভাগে মোটামুটি ভালই প্রতিযোগিতা রয়েছে।
আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৫০-৫৫ পেয়ে থাকেন তাহলে আশা করা যায় আপনি আইন বিভাগে ভর্তি হতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট আয়তন ৩০ একর। এই বিশ্ববিদ্যালয় এটি সদরঘাট এরিয়ায় রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল গুলো বেশিরভাগই প্রভাবশালীদের দখলে রয়েছে ওই হলগুলোতে তারা মার্কেট নির্মাণ করেছে। দখল করে রয়েছে অবৈধভাবে এই হল গুলো অনেক পুরাতন। যদিও কিছু হল রয়েছে ছাত্র-ছাত্রীদের থাকার জন্য তবে তা খুবই নগণ্য।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকার সদরঘাট এলাকার কোতোয়ালি থানার চিত্তরঞ্জন এভিনিউতে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীট
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
  • গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড
  • অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

এবং নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে আসবেন।


ধন্যবাদ!

Previous Post Next Post