ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষ অবস্থানকারী  ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। ইসলামী ব্যাংক আধুনিক সেবা সহ ১০০ ভাগ গ্রাহকদের সেবা নিশ্চিত করে। এজন্য অনেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী।  আজকের পোস্টে আমরা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম


ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য ক্রমাগত যুগোপযোগী  সেবা দিয়ে আসছে। আমি ব্যাংক একাউন্ট খোলা একেবারেই সহজ। ঘরে বসেই আপনি ইসলামী  ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।

আজকের পোস্টে ইসলামী ব্যাংকে সাধারণত  কত ধরনের একাউন্ট খোলা যায় তা আলোচনা করব। ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এবং কোন চার্জ প্রযোজ্য কিনা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে।

ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার?


ইসলামী ব্যাংক একাউন্ট সাধারণত তিন ধরনের
হয়। ৩ ধরনের একাউন্ট  কি কি এবং এর সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে  নেওয়া যাক ৩ ধরনের ইসলামী ব্যাংক একাউন্ট সম্পর্কেঃ-

  • সেভিংস একাউন্ট
  • নিয়মিত একাউন্ট বা কারেন্ট একাউন্ট
  • স্টুডেন্ট একাউন্ট

ঘরে বসে অনলাইনে ফর্ম ডাউনলোড করে একাউন্ট খুলতে পারেন। বা আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখা থেকে ফর্ম সংগ্রহ করে একাউন্ট করে নিতে পারবেন।

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে প্রায় আপনার একই ধরনের ডকুমেন্ট দরকার হবে। জেনে নেওয়া যাক কোন ধরনের একাউন্ট এ কি কি ডকুমেন্ট দরকার হয়।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম


ইসলামী ব্যাংক একাউন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একাউন্ট হলো ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট।কেননা সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা জমা রেখে লাভ (সুদ) পাওয়া যায়।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. ব্যক্তির সদ্য তোলা সত্যায়িত করা পাসপোর্ট  সাইজের  দুই কপি ছবি।
  2. ব্যক্তির জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর ফটোকপির যেকোনো একটি লাগবে।
  3. যিনি নমিনি হবেন তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  4. মিনিমাম ১০০০ টাকা জমা করতে হবে। (একাউন্ট সচল রাখার জন্য এটা আপনাকে একাউন্টে জমা দিতে হবে)
  5. এই অ্যাকাউন্ট করবেন তার সিগনেচার বা স্বাক্ষর দিতে হবে।

নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় গিয়ে করনীয়

আপনার প্রয়োজনীয়  ডকুমেন্ট নিয়ে ইসলামী ব্যাংকের নিকটস্থ শাখায় যাবেন। সেখানে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য অফিসার আপনার ডকুমেন্ট নিয়ে  ফর্ম পূরণ করে দিবেন। যদি অন্যান্য প্রয়োজনীয় তথ্যের দরকার হয় তা আপনার কাছে চেয়ে নিবেন।

তবে আপনি চাইলে  উক্ত ফর্মটি আপনি নিজেও পূরণ করতে পারবেন। এক্ষেত্রে ফর্মের বেশ কয়েকটি জায়গায় আপনার থেকে স্বাক্ষর নিবে। সবশেষে আপনার থেকে ফিঙ্গারপ্রিন্ট নিবেন। ১০০০ টাকা জমা দিলে আপনার একাউন্টে সচল হয়ে যাবে এবং  আপনাকে একটি চেকবই প্রদান করা হবে। চেকটিতে আপনার অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করা থাকবে।


আরো পড়ুন:- ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞাপ্তি


প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম


আপনার প্রতিষ্ঠানের ধরণের উপর ভিত্তি করে ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে হলে আপনি আরো কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে।

            প্রয়োজনীয় ডকুমেন্ট

  • শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ম্যানিজিং কমিটি দ্বারা রেজুলেশন থাকতে হবে।
  • কোম্পানির জন্য মেমোরেন্ডাম আর্টিকেল অব অ্যাসোসিয়েশন দ্বারা সসত্যায়িত অনুলিপি সাথে থাকতে হবে।

ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট ব্যবসায়ীদের জন্য বেশি প্রয়োজনীয়। কেননা এই একাউন্টে বিনামূল্যে  প্রতিদিন আনলিমিটেড টাকা আনা নেওয়া করা যায়। এক্ষেত্রে একাউন্ট হতে কোন লাভ পাওয়া যায় না।

 

ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার জন্য যেসব প্রয়োজনে ডকুমেন্ট লাগবে তা হচ্ছে

  1. জাতীয় পরিচয়পত্র ফটোকপি অথবা পাসপোর্ট এর ফটোকপি।
  2. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)।
  3. যিনি নমিনি হবেন,তার জাতীয় পরিচয়পত্রের এক কপি ছবি।
  4. অ্যাকাউন্ট ধারী কর্তৃক নমিনির পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত করা ছবি।
  5. কমপক্ষে ১০০০ টাকা ইন্সট্যান্ট ডিপোজিট  করতে হবে।

উক্ত ডকুমেন্ট নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় গেলে কর্মকর্তা আপনার একাউন্ট তৈরি করে দিবেন। এবং পরবর্তীতে একটি চেক বই প্রদান করবেন। চেক বইয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে।
যদি ব্যবসায়ী নামে একাউন্ট খোলা হয় তবে ব্যবসার টিনব সার্টিফিকেট  প্রয়োজন হবে।

 

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ইসলামী  ব্যাংক স্টুডেন্ট একাউন্ট শিক্ষার্থীদের মধ্যে একটি জনপ্রিয়  অ্যাকাউন্ট। এজন্য শিক্ষার্থীদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে।

 

  1. শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
  2. যদি শিক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হয় তবে অবিভাবকের ২ কপি ছবি লাগবে।
  3. জাতীয় পরিচয় পত্রের ছবি /পাসপোর্ট /চেয়ারম্যান সার্টিফিকেট বা স্কুল অথরিটি থেকে সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোন একটি প্রয়োজন  হবে।
  4. যার অ্যাকাউন্ট তার দ্বারা নমিনির এক কপি সত্যায়িত ছবি।
  5. ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হবে।

উক্ত ডকুমেন্ট সমূহ নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো একটি শাখায় গেলে ব্যাংক কর্মকর্তা অ্যাকাউন্টটি তৈরি করে দিবেন এবং একটি চেকবই দিবেন যেখানে একাউন্ট নাম্বার দেওয়া থাকবে।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্টে সুবিধা

  • এটিএম চার্জ আপনাকে দিতে হবে না। অর্থাৎ এটিএম বুথ থেকে যখন টাকা তুলবেন,সেক্ষেত্রে বাৎসরিক কোন চার্জ দিতে হবে না।
  • মাত্র ১০০ টাকা ডিপোজিট করেই আপনি একাউন্ট তৈরি করতে পারবেন।
  • ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় টাকা ট্রান্সফারের সুবিধা।

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো।

ইসলামী  ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে?

ইসলামী ব্যাংকের প্রতিটি  অ্যাকাউন্ট সম্পর্কে  আজকের পোস্টে বিস্তারিত  আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইসলামী অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে।  

ইসলামী ব্যাংক ডিপিএস এ লাভ কত?

ইসলামী  ব্যাংক ডিপিএস লাভ নির্ভর করে মূলত  দুটি বিষয়ের উপর।

  • আপনি কয় বছরের জন্য ডিপিএস করছেন।
  • কত টাকা জমা রাখবেন তার উপর।

 এই সম্পর্কিত সকল তথ্য ইসলামী ব্যাংকের অফিসিয়াল সাইটে আপনি পেয়ে যাবেন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায়?

সেলফিন নামের একটি মোবাইল অ্যাপস থেকে আপনি ঘরে বসেই ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।

সেলফিন অ্যাপ দিয়ে ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

শুরুতে প্লেস্টোরে গিয়ে Cellfin অ্যাপটি ডাউনলোড করুন। তারপর আপনার মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি সেলফিন একাউন্ট খুলে নিন।

তারপর ব্যাংক একাউন্ট খুলতে পারবেন সেলফিন অ্যাপ থেকেই।

সেলফিন থেকে কিভাবে ব্যাংক একাউন্ট খুলতে হয় নিন্মে দেখানো হলো।

ধাপ-১

Open A/C তে ক্লিন করুন তারপর নতুন একটি পেজ আসবে।

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম


ধাপ-২

এবার সিলেক্ট করুন আপনি কোন ধরণের একাউন্ট খুলবেন। যদি সেভিংস একাউন্ট খুলতে চান তাহলে Mudaraba Savings Account (MSA) তে ক্লিক করুন।

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম

ধাপ-৩

এবার যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি পূরণ করুন। নমিনির নাম, তার পিতা এবং মাতার নাম। মনে রাখবেন এখানে সব তথ্য নমিনির দিতে হবে। এবং নমিনির একটি ছবিও দিতে হবে। তাহলে আপনার কাঙ্খিত একাউন্ট খুলে যাবে।

ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার 


+880-2-8331090 ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার।

ইসলামী ব্যাংক কি সরকারী?

ইসলামী ব্যাংক মূলত  বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যা বাংলাদেশ পিএলসি বাংলাদেশের অধীনে রয়েছে।

ইসলামী ব্যাংকের সেবা সমূহ কী কী

বাংলাদেশের অন্যান্য ব্যাংকে প্রদত্ত সকল সেবা ইসলামী ব্যাংক ও দিয়ে থাকে। তবে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার বিশেষ ব্যবস্থা রয়েছে।

ইসলামী  ব্যাংকের চেক লেখার নিয়ম

  • প্রথমত চেকে তারিখ লিখুন (Date)
  • যিনি উত্তোলন করবেন তার নাম লিখুন।(pay to)
  • মোট টাকার অ্যামাউন্ট লিখুন(the sum of Taka)
  • টাকার পরিমাণ অংকে লিখুন (TK)
  • চেকের দুই পৃষ্ঠায় স্বাক্ষর করুন।(Sign)
আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান।

ধন্যবাদ!

Previous Post Next Post