আমি কিংবদন্তির কথা বলছি কবিতার (MCQ) প্রশ্ন ও উত্তর

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবি পরিচিতি

আমি কিংবদন্তির কথা বলছি লেখক আবু জাফর ওবায়দুল্লাহ। জন্ম ১৯৩৪ খ্রিস্টাব্দের ৮ ই ফেব্রুয়ারি, বরিশাল জেলায় বাবুগঞ্জ উপজেলায় বহেরচর - ক্ষুদ্র কাঠিগ্রাম। মৃত্যু ২০০১ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ। কর্মজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, বাংলাদেশ সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, যুক্তরাষ্ট্রে - বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন।

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এমসিকিউ (MCQ) প্রশ্ন ও উত্তর

{getToc} $title={Table of Contents} $count={Boolean}

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো হল, সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। কবি আবু জাফর ওবায়দুল্লাহ এর বিশেষ অর্জন, একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার ১৯৭৯।

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার পাঠ পরিচিতি

উৎস : আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা।

ছন্দ : গদ্যছন্দে রচিত। প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ।

Read more: বঙ্গবন্ধু সম্পর্কে mcq প্রশ্ন জেনে নিন [PDF]

মূলভাব : কবিতা ঐতিহ্য সচেতন সিকর সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা উচ্চারিত হয়েছে। এ কবিতা বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানব উদ্ভাসনের আনন্দিক অনুষঙ্গ সমূহের উপর দৃষ্টিপাত করা হয়েছে। কবিতার কবি পৌনঃ পুরাণিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। পূর্বপুরুষের সাহসী ও গৌরভ উজ্জ্বল ইতিহাসের কথা বাংলায় ভূমিজীবি অনার্য কৃতদাসের লড়াই এর ইতিহাস ফুটে উঠেছে। মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের মুক্তি, করার জন্য তাদেরকে ছেড়ে যাওয়া, স্বাধীনতা যুদ্ধের কথা এ বিষয়গুলো প্রকাশিত হয়েছে।

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার MCQ প্রশ্ন ও উত্তর

১. কোভিদ মতে কষিত জমির প্রতিটি শস্য দানা কি?

উওর: কবিতা।

২. একটি উজ্জ্বল জানালার কথা বলছি - এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক?

উওর: মুক্তজীবনের প্রত্যাশা।

৩. আমি কিংবদন্তির কথা বলছি কবিতা মুক্তির পূর্বশর্ত কি?

উওর: যুদ্ধ।

৪. জিব্বার উচ্চারিত কেমন শব্দ কবিতা?

উওর: সত্য।

৫. যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না?

উত্তর : গল্প।

৬. কার ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা?

Read more: অধ্যবসায় রচনা 

উওর: সুপুরুষের।

৭. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্ত জবার প্রসঙ্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর : অত্যাচারের তাজা আঘাত।

৮. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোভিদ পূর্বপুরুষের পিঠে কিসের মত কত ছিল?

উত্তর : রক্ত জবা।

৯. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে গভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে?

উত্তর : দীর্ঘায়ু।

১০. আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে?

উত্তর : ভালোবেসে।

১১. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কোভিদ কবিতা হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে?

উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ।

১২. কোন উক্তিটি চিত্রকল্প বা ইমেজের প্রকৃষ্ট উদাহরণ?

উত্তর : জনশ্রুতি।

১৩. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে?

উত্তর : কিংবদন্তি।

১৪. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন?

উত্তর : গৌরবউজ্জল ইতিহাস রয়েছে বলে।

১৫. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতার যুদ্ধের কথা বলেছে?

উত্তর : ভাইয়ের।

১৬. আমি কিংবদন্তির কথা বলেছি কবিতা জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?

উত্তর : যে গভীর পরিচর্যা করে।

১৭. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোভিদ মা কিসের কথা বলতেন?

উত্তর : নদীর।

১৮. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন?

উত্তর : আপনজনের উৎকণ্ঠা।

১৯. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে যাবে না সে কি শুনবে?

উত্তর : ঝড়ের আত্মনাদ।

Read more: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর – ১০ম অধ্যায় (সমন্বয়)


২০. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে সে হলো?

উত্তর : লৌহখন্ড প্রজ্জালনকারী।

২১. আমি যেখানেই থাকি যেমন থাকি সর্বদা মনে বাংলাদেশকেই পালন করি উল্লেখিত অংশে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন মনোভাবকে উপস্থাপন করে?

উত্তর : শেকড়সন্ধানী।

আমি কিংবদন্তির কথা বলছি জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

আমি কিংবদন্তির কথা বলছি MCQ এই বিষয়টি নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে সেটি আমরা জানি। তাহলে চলুন আপনাদের মনে জায়গা প্রশ্নের কিছু উত্তর দেই।

আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর : আমি কিংবদন্তির কথা বলছি এটি গদ্যছন্দে রচিত।

রক্ত জবার মতো প্রতিরোধ উচ্চারণটি কে কি বলা হয়?

উত্তর : রক্ত জবার মতো প্রতিরোধ উচ্চারণ টিকে বলা হয় কবিতা।

আমি কিংবদন্তির কথা বলছি MCQ গুলো সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য, এবং যে কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আপনাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আগে থেকেই আমরা বলবো আপনাকে আমি কিংবদন্তির কথা বলছি MCQ প্রশ্নগুলো পড়ে জেনে রাখা উচিত। তাই উপরে আমাদের দেওয়া এমসিকিউ প্রশ্নগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হবেন। আমি কিংবদন্তির কথা বলছি এম সি কিউ ( MCQ) গুলো সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে সে তথ্যগুলো জানাতে সর্বাত্মক চেষ্টা করব।

New comments are not allowed.*

Previous Post Next Post